মামলার কারণে চট্টগ্রামের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে: মেয়র নাছির
মামলার কারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে হতাশার কথা ব্যক্ত করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দিন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে নগরীর আন্দরকিল্লার কেবি আবদুস সাত্তার মিলনায়তনে চসিকের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
মেয়র নাসির বলেন, “চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মামলার কারণে জর্জরিত। সিটি কর্পোরেশন চাইলে যে কোন কাজ করতে পারেনা মামলার কারণে। সিটি কর্পোরেশন এসব মামলা পরিচালনা করবে নাকি জনগনকে সেবা সেবা দেবে?”
তার অভিযোগ, এসব মামলা পরিচালনা করতে গিয়েই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজ বাধগ্রস্ত হচ্ছে।
নিজের নির্বাচনী ইশতেহার মাথায় রেখে ‘সত্যিকারের গ্রিন, ক্লিন সিটি’ তথা আধুনিক নগরের সুযোগ সুবিধা নিশ্চিত করতে নতুন নতুন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানান আ জ ম নাছির।
তিনি বলেন, “জনদুর্ভোগ দুর করতে রাতে বর্জ্য অপসারণ করা হচ্ছে। ১৯৭২ জন পরিচ্ছন্ন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। সত্যিকারের ক্লিন সিটি গড়তে হলে নগরবাসীকে সচতেন হতে হবে। গণমাধ্যমও পালন করতে পারে গুরুত্বপূর্ণ ভুমিকা।”
তিনি বলেন, নগরীতে ৮০ ভাগ এলাকা আলোকায়নের আওতায় আনা হয়েছে। ছাড়াও ১ হাজার ৩০৪ কিলোমিটার সড়কে ৬৪ হাজার ৬৮৩টি এলইডি বাতি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ভূমির মালিকদের তিনগুণ ক্ষতিপূরণ দিয়ে ১২৫৬ কোটি টাকা ব্যয়ে ৭ ফুট প্রস্থ ও ২ দশমিক ৯ কিলোমিটার দৈর্ঘ্যের বারইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত নতুন খাল খননের কাজ চলছে বলে সংবাদ সম্মেলনে জানান মেয়র।
নগরীর উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে তিনি বলেন, “৫৬০ কিলোমিটারের পিচঢালা সড়ক ৮১৬ কিলোমিটারে, ২২২ কিলোমিটারের কনক্রিট সড়ক ৩২৮ কিলোমিটারে, ৬৮৩ কিলোমিটার পাকা নালা ৯৪৬ কিলোমিটারে, ১৪৬ কিলোমিটার ফুটপাত ২৮৭ কিলোমিটারে উন্নীত করা হয়েছে।”
নগরীর কাজীর দেউড়ি শিশুপার্ক প্রসঙ্গে মেয়র বলেন, “সেনাবাহিনী জায়গাটি শিশুপার্ক করার জন্য চসিককে দিয়েছিল। শিশুপার্ক কর্তৃপক্ষের সঙ্গে চসিকের চুক্তিটা নবায়নযোগ্য। তাদের আধুনিক রাইডের শর্ত দিয়েছি। ৫০ কোটি টাকা ব্যয়ে তারা আধুনিক রাইড সংগ্রহ করছে।”
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামশুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমেদ, প্রধান নগর পরিকল্পনাবিদ একেএম রেজাউল করিম, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম প্রমুখ।