মামুনুল হকের ‘দ্বিতীয় স্ত্রী’ নিখোঁজ, থানায় জিডি
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের 'দ্বিতীয় স্ত্রী' নিখোঁজের ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি সিদ্দিক জানান, মামুনুলের দ্বিতীয় স্ত্রীর ছেলে শনিবার রাতে পল্টন থানায় জিডি করেছেন।
জিডিতে দ্বিতীয় স্ত্রীর ছেলে জানান, শনিবার তিনি তার মায়ের ধানমন্ডির বাসায় গিয়েছিলেন এবং কিন্তু সেখানে তার মাকে খুঁজে পাননি।
যে বাসায় তার মা ভাড়া থাকতেন, সেখানে গিয়ে জানতে পারেন, ৩ এপ্রিল থেকে মা বাসায় ফেরেননি।
তবে বাসায় তার মায়ের ডায়েরি ও ব্যাংকের চেক বই পান। বিপদের আশঙ্কায় সেগুলো থানায় জমা দেন।
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক তার দাবিকৃত দ্বিতীয় স্ত্রীসহ ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি রিসোর্টে যান। সেখানে কিছু লোক তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং অশ্লীলভাষায় গালমন্দ করে তার সাথে থাকা নারীর পরিচয় জানতে চায়।
মহানগর হেফাজতের সেক্রেটারি জানান, মামুনুল তার দ্বিতীয় স্ত্রীর সাথে রিসোর্টে গিয়েছিলেন যেখানে স্থানীয়রা তাকে আটকে রাখে এবং পুলিশে ফোন না দিয়ে হয়রানি করে।