মার্কেট, শপিং মল খুলে দেওয়ার দাবি দোকান মালিক সমিতির
২২ এপ্রিলের মধ্যে দেশে সব শপিং মল, দোকান ও মার্কেট খুলে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে সমিতির আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিনের সমিতির পক্ষ থেকে লিখিত বিবৃতি পাঠ করেন।
এর আগে এক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে লকডাউন চলাকালীন সময়ে দেশের সব দোকান, মার্কেট বন্ধ রাখার ঘোষণা দেয়। স্বাস্থ্যবিধি মেনে শুধু অনলাইনে ক্রয়-বিক্রয়ের অনুমতি দেওয়া হয়। এছাড়া, সকাল ৮টা- বিকাল ৪টা পর্যন্ত কাঁচাবাজার ও মুদি দোকান খোলা থাকবে।
বিগত সপ্তাহগুলোতে করোনাভাইরাসের সংক্রমণ আবারও আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেতে শুরু করায় ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহব্যাপী লকডাউন জারি করা হয়। শেষ ঘোষণা অনুযায়ী, আগামী ২১ এপ্রিল পর্যন্ত এসব নিষেধাজ্ঞা বজায় থাকবে।
সোমবার এক বৈঠকের পর চলমান লকডাউন বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।