ধোঁয়াশা মোকাবিলায় পাকিস্তানের লাহোরে দেওয়া হলো ‘গ্রিন লকডাউন’
পাকিস্তানের লাহোরে বায়ুদূষণের ফলে দেখা দিয়েছে ধোঁয়াশা। এ অবস্থায় বুধবার (৩০ অক্টোবর) পাঞ্জাব সরকার শহরের বায়ুদূষুষণ কবলিত অঞ্চলে 'গ্রিন লকডাউন' বা সবুজ লকডাউন আরোপের ঘোষণা দিয়েছে। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
শীতের আগে ঘন ধোঁয়ার কারণে লাহোরে বায়ুদূষণের এই পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবার শহরের বায়ুর গুণগত মান সূচক (একিউআই) ছিল ৫৩২।
প্রতিবছর শীতে তাপমাত্রা কমার সাথে সাথে লাহোরে নির্মাণাধীন স্থাপনার ধুলো ও যানবাহন থেকে নিঃসরিত ধোঁয়া আটকা পড়ে বায়ুদূষণ ঘটায়।
পাকিস্তান সরকার বায়ুদূষণের জন্য শনাক্তকৃত হটস্পট এলাকা যেমন: ডেভিস রোড, এগারটন রোড, দুরান্ড রোড, কাশ্মীর রোড, আবট রোড, শিমলা হিল থেকে গুলিস্তান সিনেমা পর্যন্ত এলাকা, এমপ্রেস রোড (শিমলা হিল থেকে রেলওয়ে সদর দপ্তর পর্যন্ত) এবং কুইন মেরি রোড (দুরান্ড রোড থেকে আল্লামা ইকবাল রোড পর্যন্ত) এ নিষেধাজ্ঞা আরোপ করেছে।
সরকার থেকে জারি করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লিখিত এলাকাগুলোতে নির্মাণ কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। চিং-চি রিকশা ও বাণিজ্যিক জেনারেটর ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া, সন্ধ্যা ৮টার পর খোলা খাবার রান্নার পয়েন্ট এবং বারবিকিউ পয়েন্ট, সঠিক নিঃসরণ নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়া কয়লা, কাঠ বা চারকোল ব্যবহার করে খাবার বিক্রি করা নিষিদ্ধ করা হয়েছে। রাত ১০টার পর মার্কি [অনুষ্ঠানে বা বিভিন্ন ধরনের উৎসবে ব্যবহৃত বড় আকারের তাঁবু বা ছাউনি] ও বিবাহের হলগুলোতে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। শুকনো অবস্থায় ময়লা পরিষ্কার করাও নিষিদ্ধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে, সরকারি এবং বেসরকারি অফিসগুলোকে উল্লিখিত এলাকায় 'হোম অফিস'-এর [ঘরে বসে কাজ করা] ব্যবস্থা করতে বলা হয়েছে। ৫০ শতাংশ কর্মীকে রোটেশনের ভিত্তিতে কাজ করতে হবে। চিফ ট্র্যাফিক অফিসারের জারি করা নির্দেশিকা অনুযায়ী, গাড়ি পার্কিংও সীমাবদ্ধ করতে হবে।
এছাড়া, এসব এলাকায় প্রবেশ করা সব ভারী পরিবহণ যানবাহন পরীক্ষা করবে একটি বিশেষ দল। কালো ধোঁয়া নির্গত হয়, এমন কোনো যানবাহন প্রবেশের অনুমতি পাবে না।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং যারা মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।