মালিবাগে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ
রাজধানীর মালিবাগ ডিআইটি রোডে বকেয়া বেতনের দাবিতে এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শতাধিক পোশাক শ্রমিক। মঙ্গলবার সকাল ১০টার দিকে ড্রাগন সোয়েটার কারখানার বকেয়া বেতন পরিশোধের দাবিতে এলাকার সড়ক অবরোধ করে তারা।
শ্রমিক বিক্ষোভের কারণে সংশ্লিষ্ট এলাকার সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না। বিক্ষোভকারীদের একজন বলেন, পাঁচ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে তারা এ আন্দোলনে নেমেছেন।
উজ্জ্বল নামের ওই কারখানার এক শ্রমিক জানান, বেতন-ভাতা পরিশোধ না করাতেই সড়কে নামতে বাধ্য হয়েছেন তারা। মালিক পক্ষ বেতন দিতে পারবেন না বলে জানিয়েছে।
জানতে চাইলে রামপুরা থানার ওসি কুদ্দুস ফকির বলেন, 'শ্রমিক ও মালিক পক্ষের লোকজনের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।'