মেঘনায় বালুবাহী জাহাজ ডুবে নিখোঁজ ৩
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের সঙ্গে যাত্রীবাহী কীর্তনখোলা লঞ্চের ধাক্কায় বাল্কহেডটি ডুবে তিনজন শ্রমিক নিখোঁজ হয়েছেন।
রোববার (১৭ নভেম্বর) ভোরে গজারিয়ার মেঘনা ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। দুপুর ১২টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি।
গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, নিখোঁজ তিনজনের মধ্যে দুইজনের নাম পাওয়া গেছে। এরা হলো- ইমদাদ(৪০) ও আসলাম(২৬)।
গজারিয়া কোষ্টগার্ডের অফিসার আব্দুস সামাদ বলেন, আইন অমান্য করে রাতে বাল্কহেড চালনা করায় শনিবার রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে ৮টি বাল্কহেড আটক করা হয়। এরা চাঁদপুর
বালুমহাল থেকে বালু বোঝাই করে যাচ্ছিল। এরপর আটক করা বাল্কহেডগুলো গজারিয়া ঘাট সংলগ্ন তীরে নোঙর করে রাখা হয়েছিল।
“আজ ভোরে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ কীর্তনখোলা কুয়াশার কারণে দেখতে না পেয়ে বাল্কহেডকে ধাক্কা দেয়। এসময় চারজন শ্রমিক পানিতে পড়ে যায়। এর মধ্যে একজন শ্রমিক সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ আছে তিনজন শ্রমিক।”
তিনি আরও জানান, যাত্রীবাহী লঞ্চটি ঘটনার পর দ্রুত সদরঘাট চলে যায়। তবে ওই লঞ্চের মালিক ও মাস্টারকে ঢাকার সদরঘাট থেকে আটক করেছে কোষ্টগার্ড। নিখোঁজদের সন্ধানে কোষ্টগার্ড সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করছে।