মেডিকেল কলেজে ছাত্রদল করতেন প্রতিমন্ত্রী মুরাদ: মির্জা ফখরুল
একটি অনলাইন টক-শো'তে নারীবিদ্বেষী ও বর্ণবাদী বক্তব্য দিয়ে সমালোচনায় থাকা তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়াকালীন ছাত্রদলের নেতা ছিলেন বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় এ দাবি করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, "শুনেছি সে না কি একসময় ছাত্রদল করত। দুঃখের কথা, দুর্ভাগ্যের কথা। আগে সে ছাত্রদল করতো। সে ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রচার সম্পাদক ছিল। পরবর্তীকালে সে ছাত্রলীগে জয়েন করেছে। ধিক্কার দিই আমি তাকে। শেইম।"
এ সময় সভাস্থলে উপস্থিত থাকা যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক গোলাম মাওলা শাহিন দাঁড়িয়ে ফখরুলের বক্তব্যের দ্বিমত জানিয়ে বলেন, "মুরাদ ছাত্রদল করে নাই।" তিনি মির্জা ফখরুলকে তার বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।
মির্জা ফখরুল তখন ধমকের সুরে বলেন, "ইউ ডোন্ট নো। তুমি বাজে কথা বলবে না। তুমি জান না।"
এরপর বিএনপি মহাসচিব বলেন, "একসময় সে ছাত্রদল করেছে। পরবর্তীকালে সে ছাত্রলীগের নেতা হয়ে প্রেসিডেন্ট (ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি) হয়েছে। এটা দুর্ভাগ্য আমাদের। এ রকম একটা ছেলে ছাত্রদলে ছিল"
এসময় খালেদা জিয়া ও তারেক রহমানের মেয়েকে জড়িয়ে দেওয়া ডা. মুরাদের বক্তব্যের বিষয়ে মির্জা ফখরুল বলেন, "আরও মারাত্মক হচ্ছে ওই বক্তব্যের (তথ্য প্রতিমন্ত্রীর) শেষের বক্তব্যটুকু। বলেছে, 'আমি যা কিছু করছি, প্রধানমন্ত্রীর নির্দেশেই করছি'।"
এই নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য দাবি করে ফখরুল বলেন, "আামি এই সভা থেকে স্পষ্টভাবে প্রশ্ন করতে চাই প্রধানমন্ত্রীকে-এই কথা সত্য কি মিথ্যা, আপনাকে জানাতে হবে। কারণ আপনি প্রধানমন্ত্রী। আপনার সরকারের অবস্থান কী, আমরা জানতে চাই। এর উত্তর দিতে হবে। কারণ আপনাকে জড়িয়ে এই কথা বলা হয়েছে।"