মোদি বিরোধী আন্দোলন কোনো প্রভাব ফেলবে না: পররাষ্ট্রমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে অতিথি হিসেবে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন আগমন ঘিরে মোদি বিরোধী আন্দোলন কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
তিনি বলেন, 'গণতান্ত্রিক দেশে মানুষ তাদের মতামত জানাতেই পারে। চার-পাঁচ জন মিলে মোদি বিরোধী আন্দোলন করলেই সেটা তো আর আন্দোলন না! দেশের অধিকাংশ মানুষই মোদির আগমনকে শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশ সরকার তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত।'
বৃহস্পতিবার রাজধানীর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে 'Friendship to All, Malice Towards None' শিরোনামে এক চিত্রপ্রদর্শনীর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে মন্ত্রী এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এবং সংরক্ষিত মহিলা আসন-৫-এর সংসদ সদস্য নাহিদ ইজাহার খান। এছাড়া, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র, স্পেন, ডেনমার্ক, নরওয়ে, সুইজারল্যান্ড, কসভো ও সৌদি আরবের রাষ্ট্রদূতেরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম।
সেখানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন আরও বলেন, 'করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আমরা সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান করব। মঞ্চে ৬ ফিট দূরে দূরে চেয়ার থাকবে।'
'আমরা করোনা সংক্রমণ এড়াতে অনেককেই আমন্ত্রণ জানাইনি,' বলেও জানান মন্ত্রী।