রংপুরে ১৮ হিন্দু বাড়িতে আগুন
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2021/10/18/rongpur-3.jpg)
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে 'ধর্ম অবমাননা'র গুজব তুলে রংপুরের পীরগঞ্জে প্রায় ১৮টি হিন্দু বাড়ি ও দোকান আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।
রোববার রাত ১০টার দিকে রংপুরে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের উত্তর করিমপুর কসবা মাঝিপাড়ায় এই ঘটনা ঘটে বলে পুলিশ নিশ্চিত করেছে।
এর আগে, সংখ্যালঘু সম্প্রদায়ের পরিতোষ রায় নামে ১৬ বছরের এক কিশোরের ফেসবুকে ধর্ম অবমাননার পোস্ট দেওয়ার গুজবে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
থানা পুলিশ সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে পৌরমেয়রসহ সেখানে যান। পুলিশ ওই কিশোরের বাড়ি ঘিরে রাখে। তবে, হামলার ভয়ে আগেই কিশোরসহ পরিবারটি বাড়ি ছাড়ে। রাত ৯টার দিকে কিছু মানুষ পার্শ্ববর্তী করিমপুর-কসবা এলাকার বিভিন্ন বাড়িতে হামলা চালায়। ১৮টি ঘর ও একটি দোকানে দেওয়া হয় আগুন।
রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার জানান, "ঘটনা নিয়ন্ত্রণে সেখানে রাবারবুলেট নিক্ষেপ করা হয়েছে। রাত ১টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুরো ঘটনা নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত বিজিবি, র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়। এছাড়া, ২০ জনকে আটক করা হয়েছে।"
অভিযুক্তদের সবাইকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ।
হামলার শিকার এক নারী আগুনে তার গরু পুড়ে যাওয়ার কথা জানান। ভ্যানসহ থাকার ঘর পুড়ে যাওয়ার কথা জানান আরেক ব্যক্তি। দোকান পুড়ে যাওয়া আরেক ভুক্তভোগী বলেন, "রাতে হঠাৎ কিছু লোকজন ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়। আমরা হামলাকারীদের বিচার চাই।"
শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি ননী গোপাল বলেন, "অনেক বাড়িতে ভাঙচুর চালানো হয়। লুট করা হয় গরু, ঘরের আসবাবপত্রসহ অন্যান্য মালামাল। আতঙ্কে নারী ও পুরুষ অনেকেই পাশের ধানক্ষেতসহ বিভিন্ন জায়গায় আশ্রয় নেন। মন্দিরের প্রতিমাও ভাঙচুর করা হয়।"
রংপুর জেলা প্রশাসক আসিব আহসান জানান, "ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে।"
ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান স্থানীয়রা।
গত ১৩ অক্টোবর কুমিল্লার একটি পূজা মণ্ডপে কথিত 'কোরআন অবমাননা'র ঘটনার পর দেশজুড়ে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি পায়। এ ঘটনার পর দেশের বিভিন্ন জেলায় হিন্দু সম্প্রদায়ের পূজা মণ্ডপ, মন্দির, বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা চালানো হয়।