রাজধানীসহ সারাদেশে টিসিবির পণ্য বিক্রি শুরু
লকডাউনে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে সোমবার থেকে দেশব্যাপী স্বল্পমূলে পণ্য বিক্রি শুরু করেছ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামী ২৯ জুলাই পযর্ন্ত চলবে এ কার্যক্রম।
তবে টিসিবির পণ্য বিক্রির প্রথম দিনেই দেখা যায় লম্বা লাইন। স্বাস্থ্যবিধি মেনে পণ্য বিক্রি ও ক্রয়ের নির্দেশনা থাকলেও তা মানছেন না কেউই, ক্রেতাদের মুখে নেই মাস্ক।
সোমবার দুপুরে মগবাজারে দেখা যায় ক্রেতাদের দীর্ঘ সারি। আবার ট্রাকের সামনেই জটলা বেধে যায়।
মগবাজারের গাড়ির ডিলার দেলোয়ার হোসেন টিবিএসকে বলেন, আমরা সবাইকে অনুরোধ করেছি মেনে চলতে কিন্তু কেউ ই মানছে না। পুলিশ ছিল পুলিশ ব্যর্থ হয়ে ফিরে গিয়েছে।
পণ্য কিনতে আসা নাজমা খানম টিবিএসকে বলেন, "মাস্ক পরেই তো দাঁড়িয়েছি। এতো লোকের মধ্যে আর ফাঁকা হয়ে কীভাবে দাঁড়াবো?"
অন্য এক ক্রেতা সাদরুল আলম টিবিএসকে বলেন, "এক ঘণ্টার উপরে দাঁড়িয়ে আছি। আরও কতক্ষণ দাঁড়াতে হয় জানিনা৷ লাইন শুধু বড়ই হচ্ছে কিন্তু সামনে থেকে না দিয়ে লাইনের বাইরের অনেককে দিয়ে আমাদের বসিয়ে রাখছে।"
ক্রেতা সেতারা বেগম বলেন, "টাকা দিয়ে কিনতে এসেও রোদে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। পেট না চললে লকডাউনে কী হবে?"
টিসিবি জানায়, দেশের সকল মহানগরী, জেলা ও উপজেলায় ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্যসামগ্রী বিক্রি করা হবে। এর মধ্যে ঢাকা সিটিতে ৮০টি ও চট্টগ্রাম সিটিতে ২০টি ট্রাক রয়েছে। ট্রাকসেলে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মশুরের ডাল প্রতি কেজি ৫৫ টাকা এবং সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা দরে মিলবে।