রাসেলের জন্য নতুন করে রিমান্ড চাইবে না পুলিশ
ধানমন্ডি থানায় এক মার্চেন্টের দায়ের করা প্রায় ৩৭ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার মামলায় বিতর্কিত ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলকে এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। রিমান্ড শেষে বৃহস্পতিবার আবারো তাকে আদালতে হাজির করবে ধানমন্ডি থানা পুলিশ। তবে, তার বিষয়ে পুলিশ আর রিমান্ড চাইবে না বলে ধানমন্ডি থানা সূত্রে জানা গেছে।
এক দিনের জিজ্ঞাসাবাদে মোহাম্মদ রাসেল পুলিশকে বলেছেন, দ্রুত মুক্তি পেলে গ্রাহক ও মার্চেন্টদের প্রায় ৯৫০ কোটি টাকার দেনা পরিশোধ করতে পারবেন। দেশের বাইরে কোনো অর্থপাচার করেননি বলেও দাবি করেছেন রাসেল। এছাড়া মামলায় প্রাণনাশের যে হুমকির অভিযোগ করা হয়েছে তা অস্বীকার করেছেন ইভ্যালীর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল।
ধানমন্ডি থানা পুলিশের রিমান্ডে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বুধবার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এসব তথ্য জানিয়েছেন।
এদিকে, ইভ্যালির সম্পদ বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের মুক্তিসহ সাত দফা দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ ই-কমার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
ধানমন্ডি থানার মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) নাজমুল হুদা টিবিএসকে বলেন, 'ব্যবসায়ীর কাছ থেকে পণ্য নিয়ে টাকা না দেওয়ার ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই সঙ্গে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকির ব্যাপারে তার কাছে জানতে চাওয়া হয়। আমরা এসব ব্যাপারে তার কাছ থেকে তথ্য নিয়েছি। এখন যাচাই-বাছাই করছি। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে। তবে এদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য আর রিমান্ড চাওয়া হবে না'।