রিজেন্ট হাসপাতাল কেলেংকারির চার্জশিটে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজির নাম
লাইসেন্সের মেয়াদ না থাকার পরও করোনাভাইরাসের নমুনা সংগ্রহ ও চিকিৎসার জন্য চুক্তি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ও অন্য চারজনের বিরুদ্ধে করা মামলায় অভিযোগপত্র অনুমোদন করেছে। চার্জশিট দেওয়া হয়েছে পদত্যাগ করা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের বিরুদ্ধেও।
অভিযোগপত্রে সাবেক ডিজি আবুল কালাম আজাদকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
দুদক সূত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র বলছে, মামলার তদন্তে আবুল কালাম আজাদের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকেও আসামি করে চার্জশিট দেওয়া হয়েছে।
গত বছরের ২২ সেপ্টেম্বর করা মামলায় সাহেদ ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তর সাবেক পরিচালক আমিনুল হাসান, উপ-পরিচালক (হাসপাতাল-১) ডা. মো. ইউনুস আলী, সহকারী পরিচালক (হাসপাতাল-১) ডা. মো. শফিউর রহমান এবং গবেষণা কর্মকর্তা ডা. মো. দিদারুল ইসলামকে আসামি করা হয়।
অনেক আলোচনা সমালোচনা থাকলেও আবুল কালাম আজাদকে তখন আসামি করা হয়নি।
করোনাভাইরাসের পরীক্ষা না করে ভুয়া রিপোর্ট দেওয়া, সরকারের কাছে বিল দেওয়ার পর আবার রোগীর কাছ থেকেও অর্থ নেওয়াসহ নানা অনিয়মের খবর পেয়ে র্যাব গত বছরের ৭ ও ৮ জুলাই অভিযান চালিয়ে রিজেন্ট হাসপাতালের মিরপুর ও উত্তরা শাখা বন্ধ করে দেয়।
হাসপাতালটির লাইসেন্সের মেয়াদও ছিল না। পরে ওই হাসপাতালের অনুমোদন বাতিল করে স্বাস্থ্য বিভাগ।
দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় গত ২১ মার্চ রিজেন্ট হাসপাতালের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তি হয়। ওই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রীসহ কয়েকজন সচিব উপস্থিত ছিলেন।