রিপোর্ট আসার আগেই কাউন্সিলর প্রার্থীর মৃত্যু
চট্টগ্রামে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নমুনা পরীক্ষার রিপোর্ট আসার আগেই মারা গেলেন হোসেন মুরাদ (৫০) নামে এক আওয়ামী লীগ নেতা।
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৩৭ নম্বর মুনির নগর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী ছিলেন তিনি। জ্বরে ভোগার কারণে তিনদিন আগে নমুনা দিয়েছিলেন পরীক্ষার জন্য। বুধবার সকালে তিনি মারা যান।
ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ মান্নান বলেন, হোসেন মুরাদের ভাড়া বাসার এক বাসিন্দার করোনাভাইরাস শনাক্ত হওয়ায় তিনি হোম কোয়ারেন্টিনে ছিলেন। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে তার নমুনাও সংগ্রহ করা হয়েছিল। কিন্তু সে রিপোর্ট এখনো আসেনি।
এমএ মান্নান বলেন, গত দুই দিন হোসেন মুরাদের মারাত্মক জ্বর ছিল। বুধবার সকাল থেকে তার শ্বাসকষ্টও বেড়ে যায়। সকাল পোনে ৮টায় মুন্সিপাড়ার নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এর আগে মঙ্গলবার রাতে রিপোর্ট না পাওয়ার বিষয়টি জানান তিনি।