রেলক্রসিংয়ের ওপর খুঁটিবোঝাই ট্রাক বিকল, ২ ঘণ্টা ট্রেন বন্ধ
মৌলভীবাজারের কুলাউড়ায় রেলক্রসিংয়ের ওপর বৈদ্যুতিক খুঁটিবোঝাই একটি ট্রাক বিকল হয়ে পড়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ ২ ঘণ্টার জন্য বন্ধ থাকে। পরে বিকেল সাড়ে ৪টায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
বুধবার দুপুর সোয়া ২টার দিকে উপজেলা সদরের স্কুল চৌমুহনী রেলক্রসিং অতিক্রমকালে খুঁটিবোঝাই ট্রাকটি আটকা পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার খুঁটিবোঝাই করে দু’টি ট্রাক কুলাউড়া শহরের যাচ্ছিল। উপজেলার স্কুল চৌমুহনী আসার পর ট্রাকের চালক শহরে প্রবেশ না করে ভুলক্রমে গাজীপুর রোডের দিকে চলে যান। কিছু দূর যাওয়ার পর ট্রাক চালকরা পুনরায় আবার ট্রাকগুলো ঘুরিয়ে রেলক্রসিং অতিক্রমকালে একটি ট্রাকের এক্সেল ভেঙে যায় এবং ট্রাকটি রেললাইনে দেবে যায়। এ ঘটনার পর সিলেট-আখাউড়া রেল সেকশনের সকল রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। এছাড়া কুলাউড়া-গাজীপুর সড়কের যান চলাচল বন্ধ থাকে।
পরে আটকে পড়া ট্রাকটি রেললাইন থেকে অপসারণ করতে কাজ করছে রেলওয়ে প্রকৌশল বিভাগ ও ফায়ার সার্ভিসের একটি দল। এ সময় মেইল ট্রেন কুশিয়ারা লংলা স্টেশনে, তেলবাহী ট্রেন শমসেরনগর, চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেস শ্রীমঙ্গলে স্টেশনে আটকে পরে। পরে বিকেল সাড়ে ৪টায় ট্রাকটি সরালে রেলযোগাযোগ স্বাভবিক হয়।
কুলাউড়া রেল স্টেশনের স্টেশন মাস্টার মুহিব উদ্দিন আহমদ জানান, রেললাইনের ওপর ট্রাকটি আটকে পড়ায় মেইল ট্রেন কুশিয়ারা লংলা স্টেশনে, তেলবাহী ট্রেন শমসেরনগর এবং চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেস শ্রীমঙ্গলে স্টেশনে আটকে রাখা হয়। এখন রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে ।