লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীতে ৩২০ গ্রেপ্তার
এছাড়া, ২০৮ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সপ্তাহব্যাপী লকডাউনের দ্বিতীয় দিনে লকডাউনের বিধি-নিষেধ ভঙ্গের কারণে রাজধানী থেকে ৩২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এছাড়াও, আরও ২০৮ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত, জানান ঢাকা মহানগরের অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) ইফতেখারুল ইসলাম।
পাশাপাশি ট্রাফিক পুলিশ ৬৮টি গাড়িকে ১.১৯ লাখ টাকা জরিমানা করেছে।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দেশজুড়ে কঠোর লকডাউনে মানুষ ও যানবাহনের চলাচল নিষিদ্ধ করেছে সরকার।
তবে, পণ্য পরিবাহী ট্রাক, লরি, কাভার্ড ভ্যান, কারগো ভ্যান নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।