শাহ আমানতে চার লাখ টাকার সিগারেট জব্দ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪৭ কার্টন সিগারেট উদ্ধার করা হয়েছে, যার মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা।
সোমবার (১৬ ডিসেম্বর) রাত ১০টায় মোহাম্মদ ইকবাল হোসেন নামের এক যাত্রীর কাছ থেকে সিগারেটগুলো উদ্ধার করে একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি এলাকায়।
কাস্টম হাউসের উপ-কমিশনার রিয়াদুল ইসলাম জানান, এয়ার এরাবিয়ার জি৯-৫২৩ ফ্লাইটে চট্টগ্রাম বিমানবন্দরে আসেন বেলাল। তার ব্যাগেজ থেকে ইজি ব্রান্ডের ২৪৭ কার্টন সিগারেট পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।
জব্দ সিগারেটের বিষয়ে কাস্টমস আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।