শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময়সীমা বাড়লো
সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সময়সীমা আরেক দফা বাড়িয়ে ৩০ জানুয়ারি করেছে সরকার। শীত মৌসুমে দেশে করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতেই এ সিদ্ধান্ত।
এব্যাপারে আজ শুক্রবার (১৫ জানুয়ারি) একটি সংবাদ বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা মন্ত্রণালয়। সেখানে জানানো হয়, কওমি মাদ্রাসাগুলো বাড়তি এই ছুটির আওতায় পড়বে না।
ইতোপূর্বে, দেশে করোনাভাইরাস প্রাদুর্ভাবের প্রাথমিক পর্যায়ে গত ১৭ মার্চ সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান সিদ্ধান্ত নেয় সরকার। জীবাণুর ব্যাপক বিস্তার ঠেকাতেই নেওয়া হয় এ পদক্ষেপ।
এরপর, দেশের মহামারী পরিস্থিতি উল্লেখযোগ্য মাত্রায় উন্নতি না দেখায় কয়েক ধাপে বন্ধের সময়সীমা বাড়ানো হয়।
তারপর থেকেই বন্ধ শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান এবং অনলাইন প্ল্যাটফর্ম ছাড়া কোনো পরীক্ষাও অনুষ্ঠিত হয়নি।