শীতলক্ষ্যায় লঞ্চডুবি: আরও ৫ মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ৩৪
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় আজ সকালে আরও পাঁচ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৪-এ দাঁড়াল।
নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ-পরিচালক মোবারক হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার সন্ধ্যা আনুমানিক ৬টা নাগাদ একটি কার্গো জাহাজের ধাক্কায় মুন্সীগঞ্জগামী যাত্রীবাহী এমএল সাবিত আল হাসান নামের লঞ্চটি প্রায় ৫০ জন যাত্রী নিয়ে ডুবে যায়।
ঘটনার দিন রাতেই পাঁচজনের ম্রৃতদেহ উদ্ধার করা হয়। পরে সোমবার আরও ২৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়, ডুবে যাওয়া লঞ্চটিও উদ্ধার করা হয়।
এ ঘটনায় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অধীনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে।