ওপেনএআইয়ের বিরুদ্ধে অভিযোগ তোলা কোম্পানির সাবেক গবেষকের মৃতদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোর একটি অ্যাপার্টমেন্টে ওপেনএআইয়ের সাবেক গবেষক সুচির বালাজিকে (২৬) মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সুচির ওপেনএআইয়ের বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ তুলেছিলেন।
২৬ নভেম্বর একটি ফোনকল করে সুচিরের অবস্থার খোঁজ নিতে বলা হয় পুলিশকে। তখন পুলিশ খোঁজ নিতে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
স্যান ফ্রান্সিসকোর মেডিক্যাল এক্সামিনারের অফিস তার মৃত্যুকে আত্মহত্যা বলে ঘোষণা করেছে। পুলিশ এ মৃত্যুতে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পায়নি।
গত কয়েক মাস ধরে সুচির কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ওপেনএআইয়ের কার্যপ্রণালীর বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলছিলেন। কোম্পানিটি বর্তমানে ডেটা সংগ্রহ পদ্ধতি নিয়ে একাধিক মামলা লড়ছে।
অক্টোবরে দি নিউইয়র্ক টাইমস -এ সুচিরের একটি সাক্ষাৎকার প্রকাশ করা হয়। সেখানে তিনি অভিযোগ করেন, চ্যাটজিপিটি-র মতো জনপ্রিয় অনলাইন চ্যাটবট তৈরির সময় মার্কিন কপিরাইট আইন লঙ্ঘন করেছে ওপেনএআই।
ওই খবরে বলা হয়, ওপেনএআইয়ে চার বছর গবেষক হিসেবে কাজ করার পর সুচির এই সিদ্ধান্তে পৌঁছান যে, 'চ্যাটজিপিটি তৈরির জন্য ওপেনএআই কপিরাইটযুক্ত ডেটা ব্যবহার করে আইন লঙ্ঘন করেছে এবং চ্যাটজিপিটির মতো প্রযুক্তিগুলো ইন্টারনেটের ক্ষতি করছে'।
ওপেনএআই বলছে, তাদের মডেলগুলোকে বিনামূল্যে পাওয়া যায় এমন সর্বজনীন ডেটা ব্যবহার করে প্রশিক্ষণ দেওয়া হয়।
সুচির আগস্টে ওপেনএআইয়ের চাকরি ছেড়ে দেন। দি নিউইয়র্ক টাইমস-কে জানিয়েছিলেন, এরপর থেকে তিনি ব্যক্তিগত প্রকল্প নিয়ে কাজ করছিলেন।
সুচিরের বেড়ে ওঠা ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোতে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে বার্কলেতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেন।
ওপেনএআইয়ের একজন মুখপাত্র সিএনবিসি নিউজ-কে দেওয়া এক বিবৃতিতে বলেন, 'আজকের এই অত্যন্ত দুঃখজনক খবর শুনে আমরা মর্মাহত এবং এই কঠিন সময়ে সুচিরের প্রিয়জনদের প্রতি আমাদের সমবেদনা'।
নিউইয়র্ক টাইমস সহ যুক্তরাষ্ট্র ও কানাডার শীর্ষস্থানীয় সংবাদ প্রকাশকরা এবং জন গ্রিশামসহ একদল বেস্টসেলার লেখক অভিযোগ করেছেন, ওপেনএআই বেআইনিভাবে তাদের সংবাদ নিবন্ধ ব্যবহার করে সফটওয়্যারকে প্রশিক্ষণ দিচ্ছে।
ওপেনএআই নভেম্বর মাসে বিবিসিকে বলেছিল, তাদের সফটওয়্যার 'ফেয়ার ইউজ এবং আন্তর্জাতিক কপিরাইট নীতিমালার ভিত্তিতে তৈরি'।