শুক্রবার জুমা পরবর্তী সংঘর্ষ: খেলাফত আন্দোলনের আমির জাফরুল্লাহ খানসহ গ্রেপ্তার ২১
কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন শরীফ পাওয়াকে কেন্দ্র করে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীতে কিছু মুসল্লী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত দুই মামলায় খেলাফত আন্দোলনের একাংশের আমির জাফরুল্লাহ খানসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগ শনিবার ভোরে পল্টন ও রমনা থানায় এ দুটি মামলা দায়ের করা হয়।
এসব মামলায় ৪ হাজারের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মামলাগুলোতে কেবল কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে এবং আসামিদের মধ্যে খেলাফত আন্দোলনের আমির সহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া জানান, ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২,০০০-২,৫০০ জনের নামে একটি মামলা হয়েছে। এ মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানিয়েছেন, ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১,৪০০-১,৫০০ জনের নামে একটি মামলা হয়েছে। ইতোমধ্যে এই মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন শরীফ অবমাননার যে অভিযোগ উঠেছে তার প্রতিবাদে শুক্রবার রাজধানীর কাকরাইল এবং বিজয়নগর এলাকায় জুমার নামাজের পর জাতীয় মসজিদ থেকে বিক্ষোভকারীরা স্লোগান দিয়ে বের হয়ে আসেন।
পরে তাদের সাথে পুলিশের সংঘর্ষ শুরু হয়।
এছাড়া একই দিন জুমার নামাজের পর চকবাজারে আরেকটি মিছিল বের হয়। পুলিশ মিছিলে বাধা দিলে সেখানেও দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।