শুল্ক ফাঁকি, চট্টগ্রামে বিলাসবহুল গাড়ি জব্দ
৫০ লাখ টাকা শুল্ক ফাঁকি দিয়ে আনা চাইনিজ গ্রেট ওয়াল ব্র্যান্ডের একটি হাভাল গাড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
সোমবার চট্টগ্রামের আন্দরকিল্লার চেরাগী পাহাড় মোড়ের ‘ইকুইটি সেন্ট্রাল’ নামক অ্যাপার্টমেন্ট ভবনের পার্কিং থেকে গাড়িটি জব্দ করা হয়। গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার (চট্ট মেট্রো-ঘ-১১-০৯০০)। গাড়িটির ব্যবহারকারী এমএ মতিন নামে একজন ব্যবসায়ী।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ঢাকার সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদের নেতৃত্বে একটি দল অভিযানটি পরিচালনা করেন।
চ্যাসিস নম্বর অনুযায়ী চাইনিজ গ্রেট ওয়াল কোম্পানির হাভাল জিবিপি৩ ৪×৪, হলেও এর রেজিস্ট্রেশন হয়েছে হার্ড জিপ টয়োটা এম কর্প ২০০৭ হিসেবে। পাঁচ সিলিন্ডারের দুই হাজার ৩৫১ সিসির এই গাড়ির রেজিস্ট্রেশন সম্পন্ন হয় ২০১২ সালে।
কাস্টমস কর্মকর্তা আবু হানিফ বলেন, গাড়িটি আমদানির ক্ষেত্রে প্রায় ৫০ লাখ টাকা পরিমাণ শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে। জব্দকৃত গাড়িটির বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।