শেখ হাসিনা ও আওয়ামী লীগ আপনাদের সঙ্গে আছে: হিন্দু সম্প্রদায়কে আশ্বাস দিলেন ওবায়দুল
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2021/10/19/245163601_296488998731615_173510238557118359_n.jpg)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সবসময় দেশের হিন্দু সম্প্রদায়ের পাশে রয়েছে বলে আশ্বস্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি শোভাযাত্রা শুরু হওয়ার সময় ওবায়দুল কাদের এ কথা বলেন।
তিনি বলেন, "শেখ হাসিনার সরকার সংখ্যালঘু-বান্ধব সরকার। সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধ শক্তিগুলোকে প্রতিহত না করা পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে থাকবেন।"
গত কয়েকদিনের সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার রাজধানীতে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় শান্তি শোভাযাত্রা। কেন্দ্রীয় শহীদ মিনারে এসে তা শেষ হবে। শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হবে।
পূর্ব-ঘোষিত এই সমাবেশে আওয়ামী লীগের শীর্ষ নেতারা অংশ নিবেন।
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2021/10/19/246866634_1011701879676996_2106332575132995288_n.jpg)
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার বিকালে ধানমণ্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে সম্প্রীতি সমাবেশের ঘোষণা দেন।
পরিকল্পনা অনুযায়ী আওয়ামী লীগ এবং এর সম্মুখসারির সংগঠনগুলো দেশের সকল জেলা, মহানগর ও উপজেলায় শান্তি শোভাযাত্রার আয়োজন করবে।
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2021/10/19/245502108_144781454503865_8878424020005731466_n_0.jpg)
স্থানীয় নেতৃবৃন্দ ও দলের সক্রিয় সদস্যরা সাম্প্রদায়িক হামলার শিকার হওয়া এলাকাগুলো পরিদর্শন করবেন।
এর আগে গত ১৩ অক্টোবর কুমিল্লায় পূজামণ্ডপে 'কুরআন অবমাননা'র কথিত অভিযোগে দেশজুড়ে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিভিন্ন জায়গায় হামলার ঘটনাসহ প্রাণহানি ঘটে।
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2021/10/19/245613402_598574434613624_4277515992883224195_n.jpg)