সজীব গ্রুপের মালিক হাসেম, চার ছেলে ও তিন কর্মকর্তার বিরুদ্ধে পুলিশের হত্যা-মামলা
বৃহস্পতিবার অগ্নিকাণ্ডে ৫২ শ্রমিকের মৃত্যুর ঘটনায় সজীব গ্রুপের চেয়ারম্যান এমএ হাসেম, তার চার ছেলে ও কারখানার তিন কর্মকর্তার বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার মামলা করেছে পুলিশ।
আজ (শনিবার) ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজিম উদ্দিন মজুমদার বাদী হয়ে ফৌজদারি দণ্ডবিধির ৩০২/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/১৮৬০ ধারায় এ মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন—সজীব গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম; তার চার ছেলে হাসিব বিন হাসেম, তারেক ইব্রাহিম, তৌসিব ইব্রাহিম ও তানজিম ইব্রাহিম; সিইও শাহান শাহ আজাদ, ডিজিএম মামুনুর রশিদ এবং ইঞ্জিনিয়ার মো. সালাহউদ্দিন।
বৃহস্পতিবার বিকাল ৫টায় নারায়ণগঞ্জের ভুলতা এলাকায় সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ড থেকে বাঁচার জন্য ছাদ থেকে লাফিয়ে পড়ে তিন শ্রমিক মারা যান। পরে, শুক্রবার ফায়ার সার্ভিস ৪৯ জন শ্রমিকের লাশ উদ্ধার করে।
শুক্রবারই এমএ হাসেম আগুন লাগার জন্য শ্রমিকদের দিকে অভিযোগের আঙুল তোলেন। তিনি বলেন, শ্রমিকদের অবহেলার কারণে আগুন লেগে থাকতে পারে।
আজ পুলিশ এমএ হাসেম ও তার ছেলেদের রাজধানীর গুলশানের বাসা থেকে আটক করে রূপগঞ্জ থানায় নিয়ে যায়। পরে পুলিশ তাদেরকে মামলায় গ্রেপ্তার দেখায়।