সরকারি কর্মচারীদের আর হোম অফিস নয়
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2020/08/05/office_work_background_working_man_desk_icons_decor_6837962.jpg)
সরকারি কর্মচারীরা আর বাসা থেকে কাজ করতে পারবেন না। তাদের অফিসে উপস্থিত থেকে আগের মতোই সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কাজ করতে হবে। গত সোমবার গৃহীত মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশনা অনুসারে অন্যান্য মন্ত্রণালয় হোম অফিস বাতিল করে অফিসগুলিতে উপস্থিত হওয়ার নির্দেশ পাঠাচ্ছে।
ঘরে থেকে দাপ্তরিক কাজে অংশ নেওয়া বাতিলের নির্দেশ জারির বিষয়টি নিশ্চিত করে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন- দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন, সরকারি সব কর্মচারীকে অফিসে উপস্থিত হয়ে যথারীতি আগের মতো কাজ করতে হবে।
তবে, দুর্বল, অসুস্থ এবং গর্ভবতী মহিলাদের অফিসে যেতে হবে না।