সরকারি চাকরিতে বয়স ২১ মাস ছাড় দিয়ে প্রজ্ঞাপন জারি
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2020/04/10/public_administration.jpg)
করোনাভাইরাস মহামারির কারণে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা না নিতে পারায় ২১ মাস ছাড় দিয়ে প্রজ্ঞাপন জারির নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
তবে বয়সসীমা ছাড়ের এ বিষয়টি বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) চাকরি প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।
সেখানে বলা হয়, "যে সকল মন্ত্রণালয়/বিভাগ ও এর অধীনস্থ অধিদপ্তর/পরিদপ্তর/দপ্তর এবং সংবিধিবদ্ধ/ স্বায়ত্তশাসিত/ জাতীয়কৃত প্রতিষ্ঠানসমূহ কোভিড-১৯ পরিস্থিতির কারণে বিভিন্ন ক্যাটাগরির সরকারি চাকরিতে (বিসিএস ব্যতীত) সরাসরি নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি সে সকল প্রতিষ্ঠানকে আগামী ৩১-১২-২০২১ তারিখ পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২৫-০৩-২০২০ তারিখে নির্ধারণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়/বিভাগকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।"