সাতক্ষীরা মেডিকেলে থাকা তরুণের শরীরে করোনা নেই
জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা তরুণের শরীরে করোনার অস্তিত্ব মেলেনি।
বৃহস্পতিবার সকাল ১০টায় আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত সোমবার দুপুরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন জেলার কালীগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের ওই বাসিন্দা (৪০)। লক্ষণ দেখে তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করানো হয়।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, ওই রোগীর নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে জানানো হয়, তার শরীরে করোনা নেগেটিভ। বর্তমানে ওই তরুণ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অন্যদিকে, বুধবার সাতক্ষীরা সিভিল সার্জন ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছেন, এই হাসপাতালে জেলার করোনা সন্দেহজনক বা পজেটিভ রোগীর চিকিৎসা করানো হবে। সে লক্ষ্যে সকল প্রস্তুতিও ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। এখন পর্যন্ত জেলার কোথাও করোনা আক্রান্তের কোনো খবর পাওয়া যায়নি।