সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কর্মসূচি ঘোষণা
কুমিল্লা, চৌমুহনি ও চাঁদপুরে সনাতন ধর্মাবলম্বীদের পূজামণ্ডপে হামলা ও সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
রোববার (১৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচি অনুযায়ী, ১৮ অক্টোবর সোমবার দুপুর ১২টায় চৌমুহনিতে আক্রান্ত এলাকা পরিদর্শন, সংহতি প্রকাশ এবং সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করবেন শিক্ষক সমিতির সদস্যরা। একইদিন সন্ধ্যায় কুমিল্লার আক্রান্ত এলাকা পরিদর্শন ও সংহতি প্রকাশ করবেন তারা।
১৯ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করা হবে।
সর্বশেষ, ২৪ অক্টোবর রোববার দুপুর ১২টায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের শাস্তি দাবি করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হবে।