সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে শাহবাগে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিবাদ সমাবেশ
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অংশে মন্দির-মণ্ডপ ও হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর-দোকানপাটে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশের সঙ্গে দেশের সনাতন ধর্মাবলম্বীরা রাজধানীর শাহবাগ মোড়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।
আজ সোমবার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে আন্দোলনকারীরা ঢাকার অন্যতম প্রধান সংযোগস্থল শাহবাগ মোড়ে অবস্থান নিতে শুরু করেন।
শাহবাগ থেকে পল্টন, সায়েন্স ল্যাব, বাংলা মোটর ও টিএসসি অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কয়েকশ যান চলাচল আটকে যাওয়ায় ট্রাফিক অচলাবস্থার সৃষ্টি হয়।
অবরোধে অংশ নেওয়া বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন। স্লোগানে সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনসহ প্রশাসনের কাছে হামলার জবাবদিহি চান তারা।
সরকার দাবি মেনে না নেওয়া পর্যন্ত অবরোধ চালানোর ঘোষণা দেন আন্দোলনকারীরা। তবে, সর্বশেষ তথ্য অনুযায়ী ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শাহবাগ মোড়ে বিক্ষোভে অংশগ্রহণের আগে জগন্নাথ হলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা টিএসসি এলাকায় জড়ো হন। সেখান থেকে শাহবাগ মোড়ে মিছিল নিয়ে আসা হয়। সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা হামলার প্রতিবাদে শাহবাগ মোড়ে রাস্তার ওপর অবস্থান নেন।
এর আগে, শারদীয় দুর্গাপূজা চলাকালে কুমিল্লায় ধর্মাবমাননার অভিযোগে দেশে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রাণহানির ঘটনা ছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি, দোকানপাট ও মন্দিরে হামলার ঘটনা ঘটে।