সিইউএফএলে ইউরিয়া উৎপাদন শুরু
চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেড (সিইউএফএল) কারখানায় ইউরিয়া উৎপাদন পুনরায় শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টা ১০ মিনিট থেকে তাদের উৎপাদন কার্যক্রম শুরু হয়।
সিইউএফএল এর ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহিম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় দেড় বছর সিইউএফএলে ইউরিয়া উৎপাদন বন্ধ ছিল। মঙ্গলবার সকাল থেকে পুনরায় উৎপাদন শুরু হয়ে ৮৭২ টন ইউরিয়া উৎপাদন হয়। টানা ২৪ ঘণ্টা উৎপাদন কার্যক্রম সচল আছে।
তিনি বলেন, আমরা আশা করছি প্রতিদিন গড়ে ১২০০ টন ইউরিয়া উৎপাদন করতে পারবো। প্রায় এক হাজার কর্মী এই কারখানায় কর্মরত আছেন বলে বলে জানান সিইউএফএল'র এই কমর্কর্তা।
সিইউএফএল'র সাবেক সিবিএ নেতা একিউএম সেলিম রেজা চৌধুরী বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় উৎপাদন শুরু করতে পেরে আমরা আনন্দিত। উৎপাদনের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে উৎসবমুখর পরিবেশে সকল কর্মী কাজ করছে।
সিইউএফএল সূত্র জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে দেড় বছর ধরে এই কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ ছিল। এর মাঝে গত ৩ এপ্রিল উৎপাদন শুরু হলে ৪ এপ্রিল আবারও বন্ধ হয়ে যায়। এরপর ১৫ জুন আবার উৎপাদন শুরু হলে ৭ জুলাই এসে আবারো উৎপাদন বন্ধ হয়ে যায়।