সিঙ্গাপুরে আগুনে পুড়ে দুই বাংলাদেশির মৃত্যু
সিঙ্গাপুরে আগুনে পুড়ে দুইজন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। গত বুধবার টুয়াস শিল্প এলাকায় এ ঘটনা ঘটে। একই ঘটনায় নিহত হয়েছেন ভারতীয় নাগরিক, সাইট সুপারভাইজার মারিমুথু এস (৩৮)। খবর দ্য স্ট্রেইটস টাইমসের।
নিহতরা হলেন- সোহেল মো. (২৩) এবং মো. আনিসুজ্জামান (২৯); সেখানকার চাকরি নিশ্চিত করতে তারা ঋণ গ্রহণ করেছিলেন বলে জানা যায়।
অভিবাসী শ্রমিকদের নিয়ে কাজ করা অলাভজনক সংস্থা ইটস রেইনিং রেইনকোর্টস (আইআরআর) গতকাল একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে।
টুয়াস অ্যাভিনিউ ১১ এর ৩২ই তে আগুনের সূত্রপাত হলে দশ জন শ্রমিক দগ্ধ হন। এদের মধ্যে দু'জনকে তাদের নিয়োগকর্তারা এনজি টেং ফং জেনারেল হাসপাতালে নিয়ে যান। পাশাপাশি সিঙ্গাপুর সিভিল ডিফেন্স ফোর্স বাকি আটজনকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠায়।
এই আটজনের ভেতরেই তিনজন শ্রমিক পরে মৃত্যুবরণ করেন।
আইআরআর ভারতের মারিমুথু এসের পরিবার সম্পর্কেও জানিয়েছে পরে। দু'সন্তানের পিতা মারিমুথু গত ১২ বছর যাবত সিঙ্গাপুরে কর্মরত ছিলেন; দশ মাস বয়সী কন্যা সন্তানের মুখ দেখার আগেই চলে যেতে হলো হতভাগ্য এই ব্যক্তিকে।