সিলেট সিটি মেয়র আরিফের স্ত্রীর করোনা শনাক্ত
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী শামা হক চৌধুরীর করোনা শনাক্ত হয়েছে।
মঙ্গলবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।
সিটি মেয়র আরিফুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। আরিফ বলেন, তিনি অনেকদিন হলো বাসা থেকে বের হননি। আমিও হোম কোয়ারেন্টিনে আছি। তারপরও কি করে আত্রান্ত হলেন বুঝতে পরছি না।
তবে সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানিয়েছেন, শামা হক কর্তমানে সুস্থ আছেন। তিনি বাসায়ই আইসোলেশনে আছেন।
ব্যক্তিগত সহকারীর করোনা শনাক্ত হওয়ার পর গত ২৩ মে থেকে হোম কোয়ারিন্টিনে আছেন মেয়র আরিফ।
এরআগে গত ২৭ মে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের স্ত্রী আসমা কামরানের করোনা শনাক্ত হয়।