সীমিত পরিসরে ১১ আগস্ট থেকে গণপরিবহন চলবে
স্বাস্থ্য বিধি মেনে আগামী ১১ আগস্ট থেকে সীমিত পরিসরে গণপরিবহন চালুর অনুমতি দিয়েছে সরকার।
আজ (০৩ আগস্ট) করোনা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রী বলেন, "জেলা থেকে গণপরিবহনগুলো বাই-রোটেশন চালু করা হবে। যেমন, যেখান থেকে আগে প্রতিদিন ১০০ বাস চলাচল করত, এখন সেখানে ৩০-৪০টি বাস থাকবে"।
তিনি আরও বলেন, "জেলা প্রশাসন এটি নিয়ন্ত্রণ করবে"।
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ১০ আগস্ট পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১১ আগস্ট থেকে দোকানপাট ও শপিংমল পুনরায় চালু করা হবে।
করোনাভাইরাস সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় গত ২৩ জুলাই দেশব্যাপী ১৪ দিনের লকডাউন জারি করে সরকার।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ইতোমধ্যেই ২১ হাজার ছাড়িয়েছে; অন্যদিকে, ১২,৮০,৩১৭ জনের শরীরে শনাক্ত হয়েছে মারাত্মক এই ভাইরাস।