সুইস ব্যাংকে পাচার অর্থ ফিরিয়ে আনতে রিট
বাংলাদেশ থেকে সুইস ব্যাংকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে।
সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম খান ও সুবীর নন্দী দাস এ রিট দায়ের করেন।
অর্থ মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অ্যাটর্নি জেনারেলসহ সংশ্লিষ্ট ১৫ জনকে রিটে বিবাদী করা হয়েছে।
গত বছর প্রকাশিত সুইস ন্যাশনাল ব্যাংকের এক প্রতিবেদনে দেখা যায়, ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে বিশ্বের অন্যতম অভিজাত আর্থিক প্রতিষ্ঠান সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশি নাগরিকদের টাকা জমার রাখার পরিমাণ কিছুটা কমেছে। ২০১৮ সালের ৬১৭ মিলিয়ন সুইস ফ্র্যাঁ এর তুলনায় ২০১৯ সালে রাখা হয়েছে ৬০৩ মিলিয়ন ফ্র্যাঁ।
বাংলাদেশি মুদ্রায় এক সুইস ফ্র্যাঁর বিনিময়মূল্য ৮৯ টাকা ধরে হিসাব করলে এই অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ৫ হাজার ৩৬৭ কোটি টাকা।