সুন্দরবনে ডলফিন ভেসে উঠলো লোকালয়ের খালে
সুন্দরবন সংলগ্ন লোকালয়ের খাল থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার (১৭ জুলাই) দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শরণখোলা-বগী ভাড়ানীর খালের খুড়িয়াখালী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ডলফিনটি উদ্ধার করা হয়।
পরে সুন্দরবনে নিয়ে ডলফিনের দেহটিকে মাটি চাপা দেওয়া হয় ।
বাগেরহাটের শরণখোলা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ জয়নাল আবেদীন বলেন, 'স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা মৃত ডলফিনটিকে উদ্ধার করেছি। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ডলফিনটিকে বনে মাটি চাপা দেওয়া হয়েছে। ডলফিনটি অন্তত দুই থেকে তিনদিন আগে মারা গেছে। ডলফিনটির প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে। এটি শুশক প্রজাতির ডলফিন। ৩০ মাস বয়সী ডলফিনটি চার ফুট ৩ ইঞ্চি লম্বা। ২০ কেজি ওজন ছিল ডলফিনটির।'