সেনাবাহিনী নামছে রেড জোনে
সরকার ঘোষিত রেড জোনগুলোয় টহলে নামতে যাচ্ছে সেনাবাহিনী। আজ মঙ্গলবার (১৬ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
করোনায় সরকারি নির্দেশাবলী যথাযথভাবে পালনের উদ্দেশ্যে রেড জোনগুলোতে সেনাটহল জোরদার করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
ঢাকাসহ সারা দেশকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের পরিকল্পনা নিয়েছে সরকার। এর আগে গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে রেড ও ইয়েলো জোনে সাধারণ ছুটি থাকবে বলে নির্দেশ দেওয়া হয়।
জোন ভিত্তিক করোনা নিয়ন্ত্রণ পরিকল্পনায় ইতিমধ্যেই রাজধানীর পূর্ব রাজাবাজারে লকডাউন চলছে।
এর আগে করোনা প্রতিরোধে গঠিত জাতীয় টেকনিক্যাল কমিটি ঢাকায় ৪৫টি এলাকাকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বা রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউনের সুপারিশ করে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৮টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৭টি এলাকা রয়েছে। আর আছে চট্টগ্রামের দশটি এলাকা।
এদিকে করোনা মোকাবিলায় রাতে চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদও বাড়ছে, আজ মঙ্গলবার (১৬ জুন) থেকে ৩০ জুন পর্যন্ত নিষেধাজ্ঞাকালে রাত ৮টার পর বাড়ির বাইরে যাওয়া যাবে না। এছাড়া করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে ১৬ জুন থেকে ৩০ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট, শপিংমলগুলো বিকেল ৪ পর্যন্ত খোলা থাকবে।