সোমবারের মধ্যে হাজার কোটি টাকা দিতে হবে গ্রামীণফোনকে
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দাবিকৃত পাওনার দুই হাজার কোটি টাকার মধ্যে অন্তত এক হাজার কোটি পরিশোধে গ্রামীণফোনকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মোবাইল অপারেটরটিকে আগামী সোমবারের মধ্যে এ অর্থ দিতে হবে।
বৃহস্পতিবার এ সংক্রান্ত এক রিভিউ আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ নির্দেশ দেন।
সাত সদস্যের বেঞ্চ বলেন, বিটিআরসির পাওনা টাকা কমানোর সুযোগ নেই। গ্রামীণফোনকে সোমবারের মধ্যে কমপক্ষে এক হাজার কোটি টাকা দিতে হবে। বাকি অর্থের বিষয়ে সোমবার পরবর্তী আদেশ দেওয়া হবে।
আদালতে বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী মাহবুবে আলম ও খন্দকার রেজা-ই-রাকিব। গ্রামীণফোনের পক্ষে ছিলেন এ এম আমিন উদ্দিন ও মেহেদী হাসান চৌধুরী।
গ্রামীণফোনের আইনজীবীরা সর্বোচ্চ আদালতের কাছে ছয় মাস সময় চান। তারা ৫৭৫ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেন। তবে আদালত সেই আবেদন নাকচ করে বলেন, আগে এক হাজার কোটি টাকা দিতে হবে।
গত বছরের ২৪ নভেম্বর বিটিআরসির দাবিকৃত ১২ হাজার ৫৮০ কোটি টাকার মধ্যে দুই হাজার কোটি টাকা পরিশোধে গ্রামীণফোনকে নির্দেশ দেন আপিল বিভাগ। তিন মাসের মধ্যে এ টাকা পরিশোধ করতে বলা হয়।
এ নির্দেশের পর বিটিআরসির পাওনার একাংশ পরিশোধে রাজি হয় মোবাইল অপারেটরটি। তারা ১২ কিস্তিতে ৫৭৫ কোটি টাকা পরিশোধের অনুরোধ করে। তবে বৃহস্পতিবারের আদেশের ফলে সে সুযোগ আর থাকল না।