সৈয়দপুরে ফাটল নভোএয়ারের নোজ হুইল, বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ
যান্ত্রিক ত্রুটির কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় নভোএয়ারের একটি ফ্লাইটের নোজ হুইলের টায়ার (সামনের চাকা) ফেটে গেছে। দুর্ঘটনার পরে বিমানটি রানওয়েতে পড়ে থাকায় বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে।
বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে বিমানবন্দরে অবতরণকালে ফ্লাইটটিতে এই দুর্ঘটনা ঘটে।
এটি যান্ত্রিক ত্রুটির কারণেই বিকল হয়েছে এমন তথ্য নিশ্চিত করে সৈয়দপুর বিমানবন্দরের স্টেশন ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ সংবাদকর্মীদের জানান, 'যাত্রীরা নিরাপদে রয়েছে এবং তারা বিমানবন্দর ত্যাগ করেছে। বন্ধ থাকা রানওয়ে সচল করতে কাজ চলছে।'
বিমানবন্দর সূত্র জানায়, বুধবার নভোএয়ারের ফ্লাইটটি ঢাকা থেকে উড্ডয়ন করে সৈয়দপুর বিমানবন্দর রানওয়েতে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে অবতরণ করে। এতে সৈয়দপুরগামী ৭০ জন যাত্রী ছিলেন। কিন্তু, এসময় সামনের চাকা ফেটে গেলে ফ্লাইটটি রানওয়েতে থেমে যায়। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে উড়োজাহাজটি রানওয়েতে পড়ে থাকায় বিমানবন্দরের সকল ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে।
ঘটনার পরপরই সৈয়দপুর বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণ না করে ফিরে যায়। পরে এটি যাত্রীসহ ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করেছে। রানওয়ে বন্ধ থাকায় ইউএস বাংলার একটি ফ্লাইটও ঢাকা থেকে উড্ডয়ন করেনি।