স্বরূপে ফিরছে রাজধানী
টানা দুইমাসের লকডাউন শেষে স্বরূপে ফিরতে শুরু করছে চিরচেনা রাজধানী৷ রাস্তায় চলতে শুরু করেছে শুধুমাত্র গণপরিবহনসহ সব ধরনের গাড়ি।
রাজধানীর বিভিন্ন মোড়ে ভিড় ও ট্রাফিক জ্যাম দেখা গেছে।
রোববার সকাল থেকে হাজার হাজার ব্যক্তিগত গাড়ি ঢাকার সড়কে চলাচল করছে, উত্তরা-মহাখালী সড়কে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি।
বেসরকারি চাকরিজীবী নাজির আহমেদ বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, বনানী ফ্লাইওভারে তাকে কমপক্ষে ৩০ মিনিট অপেক্ষা করতে হয়েছিল।
তিনি আরও যোগ করেন, মনে হচ্ছে এই শহরের কিছুই হয়নি, সব ঠিক আছে এবং প্রত্যেকে তাদের কাজে ব্যস্ত।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান জোনের সার্জেন্ট মিল্টন দত্ত দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছেন, কাকলি মোড়ে বিশাল টেলব্যাকের মুখোমুখি হচ্ছেন তারা।
তিনি যোগ করেছেন, আমরা দেখেছি প্রতি পাঁচ মিনিটে শত শত যানবাহন এগিয়ে আসছে। সুতরাং, সিগন্যালটি সচল রাখা কঠিন।
রাজধানীর অন্যান্য রাস্তায়ও দেখা যায় যানজট। লোকজনকে বিভিন্ন বাস স্টপেজে পাবলিক বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। তবে তারা দাবি করেছেন যে বাসের নম্বর রাস্তায় অপর্যাপ্ত।