স্বাস্থ্য কর্মীদের জন্য মহামারি প্রণোদনার অর্থ ছাড় করেছে সরকার
কোভিড-১৯ মহামারি মোকাবিলায় সম্মুখভাগে লড়াই করা জনস্বাস্থ্য কর্মীদের অবদানের পুরস্কার হিসেবে তাদের জন্য ঘোষিত প্রণোদনার অর্থ দেওয়া শুরু করেছে সরকার।
"প্রণোদনার প্রথম দফার অর্থ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ছাড় করা হয়েছে। ১৫টি সরকারি হাসপাতালের কর্মীরা এটি পাবেন," বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মিডিয়া সেলের মুখপাত্র এবং অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন।
সরকারি হাসপাতালের কর্মীদের পর্যায়ক্রমে এই প্রণোদনার আওতায় নিয়ে আসা হবে।
প্রধানমন্ত্রীর নির্দেশনার পর ইতোপূর্বে গেল বছর সরকারি হাসপাতালে কর্মরত এবং কোভিড রোগীর চিকিৎসায় নিয়োজিত সকল স্বাস্থ্য কর্মীকে তাদের দুই মাসের মূল বেতনের সমান বিশেষ প্রণোদনা দেওয়ার ঘোষণা দেয় অর্থ মন্ত্রণালয়।
এরপর, স্বাস্থ্য অধিদপ্তরকে কোভিড চিকিৎসাদানে নিয়োজিত সকল ডাক্তার, নার্স, এবং অন্যান্য স্বাস্থ্য কর্মীর তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
মহামারি শুরুর পর থেকে অনুন্নত জনস্বাস্থ্য ব্যবস্থায় পেশাগত দায়িত্ব পালন করার নানা রকম প্রতিকূলতার মধ্যেও রোগীদের জীবন বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশের স্বাস্থ্য কর্মীরা। মহামারির চাপ মোকাবিলা করতে গিয়ে দীর্ঘদিন ধরে জনস্বাস্থ্য খাতে প্রয়োজনীয় অবকাঠামো ও কর্মী সঙ্কটের যে শোচনীয় দশা ছিল- সেব্যাপারে অনেক চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্ট সরব হওয়ার পর তা জনসাধারণও জানতে পারে।