স্বাস্থ্য মন্ত্রণালয়ের ফাইল গায়েব: রাজশাহীর ঠিকাদারকে নিয়ে গেছে সিআইডি
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৭ ফাইল গায়েবের ঘটনায় ঠিকাদার নাসিমুল ইসলাম গণি টোটনকে রাজশাহী থেকে ঢাকায় নিয়ে গেছে সিআইডি।
সোমবার (১ নভেম্বর) সন্ধ্যায় সিআইডি ঢাকার একটি দল টোটনের ভেড়ীপাড়ার বাসভবনে অভিযান চালায়। রাত সাড়ে ১০টা পর্যন্ত বাসায় অভিযান চালানো হয়। এসময় সিআইডি কাউকেই বাড়ীতে ঢুকতে ও বের হতে দেয়নি। রাত সাড়ে ১০ টায় সিআইডি সদস্যরা তাকে নিয়ে ঢাকার পথে রওনা দেয়।
সিআইডির রাজশাহীর বিশেষ পুলিশ সুপার আব্দুল জলিল জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৭ ফাইল গায়েবের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য টোটনকে সিআইডির সদর দপ্তরে নেওয়া হয়েছে। তাকে এখনো গ্রেপ্তার বা আটক দেখানো হয়নি।