স্বাস্থ্য সুরক্ষার উপকরণ চেয়ে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
করোনাভাইরাসের ঝুঁকি মোকাবিলায় নিজেদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার দাবিতে সাড়ে তিনঘণ্টা কর্মবিরতি পালন করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ইন্টার্ন চিকিৎসক পরিষদের ডাকে তারা কর্মবিরতিতে যান। তবে হাসপাতাল পরিচালকের দাবি পূরণের আশ্বাস এবং তাৎক্ষনিক মাস্ক, হ্যান্ড গ্লোভস সরবরাহ করায় বেলা সাড়ে ১২টার দিকে তারা কাজে যোগ দেন।
ইন্টার্ন চিকিৎসকরা জানান, চিকিৎসকদের জন্য ন্যূনতম নিরাপত্তার কোন ব্যবস্থা করা হয়নি। তাই তারা কর্মবিরতি পালন করেন। পরে তারা দাবি মানার আশ্বাস পেয়ে কাজে যোগ দেন।
তারা আরও জানান, হাসপাতালে ২০০ ইন্টার্ন চিকিৎসক আছেন। তাদের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ব্যক্তিগত নিরাপত্তার কোনো ব্যবস্থা করেনি। জ্বর সর্দি-কাশিসহ সব ধরনের সংক্রমণ নিয়ে রোগীরা হাসপাতালে ঢুকছেন। তাদের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই হাসপাতালে ভর্তি করা হচ্ছে। কিন্তু নিরাপত্তাহীন অবস্থায় চিকিৎসকদের ওই রোগীদের চিকিৎসা দিতে হচ্ছিল।
ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল হাসান বলেন, নৈতিক কারণে তারা ডেঙ্গু পরিস্থিতির সময় দায়িত্ব পালন করেছেন। তখনও একই অবস্থা ছিল। এবারও একই পরিস্থিতি থাকায় ২০০ ইন্টার্ন চিকিৎসকের কথা চিন্তা করে বুধবার তারা হাসপাতালের পরিচালকের সঙ্গে দেখা করেছিলেন। কিন্তু তখনও তারা কোনো ব্যবস্থা নেননি। তাই তারা আজ কর্মবিরতিতে গিয়েছিলেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস বলেন, বেলা ১০টার দিকে ইন্টার্ন চিকিৎসকরা পরিচালকের সঙ্গে সাক্ষাত করে তাদের দাবি তুলে ধরেছেন। পরিচালক তাদের দাবি পূরণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে প্রয়োজনীয় সামগ্রীর জন্য মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে। আমাদের কাছেও বেশ কিছু সামগ্রী মজুদ ছিল। সেগুলো ইন্টার্নদের দেয়া হয়েছে।