চল্লিশ ঘণ্টা পর ওসমানী হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
প্রায় চল্লিশ ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার করলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বৈঠক শেষে বুধবার (২৩ আগস্ট) দুপর দেড়টার দিকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক সীমান্ত মজুমদার।
তিনি জানান, কর্তৃপক্ষ কর্মক্ষেত্রে নিরাপত্তা ঢেলে সাজানোর বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের আশ্বাস দেওয়ায় ও রোগীদের সেবার কথা বিবেচনায় কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।
পাশাপাশি রোগীর সাথে একজনের বেশি স্বজন সংশ্লিষ্ট ওয়ার্ডে প্রবেশ না করার বিষয়ে পদক্ষেপ গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসকদের এই নেতা।
এর আগে সোমবার বিকেলে হাসপাতালের ৩৫ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক রোগী মারা যান। এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সাথে রোগীর স্বজনদের কথা-কাটাকাটি হয়।
ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, রোগীর স্বজনরা ওয়ার্ডে দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক ও নার্সদের হেনস্তা করেন। এসময় চিকিৎসকরা দৌড়ে পাশের ওয়ার্ডে গিয়ে আত্মরক্ষা করেন। এরপর রোগীর স্বজনরা ওয়ার্ডের ভেতরে চিকিৎসকের কক্ষে ও নার্সের কক্ষে ভাঙচুর চালান। এই ঘটনার প্রতিবাদে রাতে বৈঠক করে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ।
হাসপাতালে ভাঙচুর চালানোর ঘটনায় কর্তৃপক্ষ চারজনের নাম উল্লেখ করে সোমবার রাতেই সিলেট মহানগরের কোতোয়ালি থানায় একটি মামলা করেছে। এর আগেই ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।
তবে রোগীর স্বজনদের অভিযোগ, সুচিকিৎসা না পেয়ে ওই রোগী মারা গেছেন।
কর্মবিরতির ডাক দেওয়ার পর সোমবার রাতে একদফা ও মঙ্গলবার দুপুরে আরেক দফা বৈঠকে বসে হাসপাতাল কর্তৃপক্ষ ও ইন্টার্ন চিকিৎসক পরিষদ। তবে তাতে কোনো সুরাহা না হওয়ায় ধর্মঘট চালিয়ে যান তারা।