ভারতের কেরালায় করোনা বাড়ছে, আতঙ্কিত না হওয়ার পরামর্শ রাজ্য সরকারের
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় হঠাৎ করেই আবারও করোনা সংক্রমণ বাড়ছে। এ অবস্থায় সরকার নাগরিকদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে বলেছে। সম্প্রতি রাজ্যটিতে করোনার নতুন সাব-ভেরিয়েন্ট বা উপধরন জেএন. ১ শনাক্ত হওয়ার পর থেকে করোনা সংক্রমণের ঘটনা বেড়েই চলেছে। খবর বিবিসির।
এর আগে চীন ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের আরো কয়েকটি দেশেও করোনার এই উপধরনটি শনাক্ত হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, কভিড-১৯ এর জন্য অনুমোদিত সবগুলো টিকাই জেএন. ১ উপধরন থেকে সুরক্ষা দেবে।
রাজ্যটিতে বর্তমানে এক হাজার ৩২৪ জন করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার খবর মিলেছে। এছাড়াও গত শনিবার এ ভাইরাসে আক্রান্ত চারজনের মৃত্যু হয়েছে। তবে তাদের মধ্যে কতজন করোনার জেএন. ১ সংক্রমিত ছিলেন তা সুনির্দিষ্ট করে জানা যায়নি।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ নাগরিকদের উদ্দেশে বলেছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
রাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, এ মাসের শুরুর দিকে রাজ্যটিতে করোনার নতুন এই উপধরনটি শনাক্ত হয়।
বীনা জর্জ জানান, ভারতের আরো কিছু অংশে জেএন. ১ সংক্রমণের কথা জানা গেছে। কয়েক মাস আগে সিঙ্গাপুরের একটি বিমানবন্দরে কয়েকজন ভারতীয়র শরীরে এই উপধরনটি শনাক্ত হয়েছিল।
কেরালায় করোনা সংক্রমণ বাড়তে থাকায় পার্শ্ববর্তী রাজ্য কর্ণাটক ও তামিলনাড়ুর সরকারও এ বিষয়ে সতর্ক রয়েছে।