সড়ক দুর্ঘটনা রোধে টাস্কফোর্স গঠন
সড়কে শৃঙ্খলা ফেরাতে ও সড়ক দুর্ঘটনা রোধে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে প্রধান করে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উদৃত করে বলা হয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব টাস্কফোর্সকে সাচিবিক সহায়তা দিবেন এবং সমন্বয় করবেন।
ওবায়দুল কাদের বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকর করতে বিধিমালা প্রণয়নের কাজ চলছে। শীঘ্রই অংশীজনদের সাথে আলোচনা করে বিধিমালাটি চূড়ান্ত করা হবে।
বিজ্ঞপ্তিতে দেয়া তথ্য অনুযায়ী, সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৬তম সভায় সড়ক পরিবহনখাতে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। সম্প্রতি এ কমিটি ১১১ দফা সুপারিশসহ প্রতিবেদন জমা দিয়েছে।
বৃহস্পতিবারের সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, পুলিশের মহাপুলিশ পরিদর্শক জাভেদ পাটোয়ারী, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ প্রমুখ উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।