হাসপাতালে ভর্তি না হওয়া কোভিড রোগীদের দীর্ঘমেয়াদি জটিলতার ঝুঁকি কম: গবেষণা
কোভিড-১৯ আক্রান্ত হলেও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়নি এমন রোগীদের গুরুতর দীর্ঘমেয়াদি জটিলতার ঝুঁকি কম থাকে। তবে তারা আক্রান্ত হওয়ার পর তুলনামূলক বেশি চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন। সম্প্রতি দ্য ল্যানসেট ইনফেকশাস ডিজিজ জার্নালে প্রকাশিত এক গবেষণা থেকে এ তথ্য জানা গেছে।
গবেষণা প্রবন্ধটিতে বলা হয়, "হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়নি এমন রোগীদের ক্ষেত্রে সার্স-কোভ-২ ভাইরাসের সংক্রমণের পরবর্তী সময়ে স্বাস্থ্যগত জটিলতার যে ঝুঁকি তুলনামূলক কম। তবে, সেরে ওঠার পরও বারবার চিকিৎসকের শরণাপন্ন হলে তা কোভিডের কিছুটা প্রভাব রয়ে যাওয়ার নির্দেশক,"
ড্যানিশ প্রেসক্রিপশন, রোগী ও স্বাস্থ্য বিমার তথ্য নিয়ে এ গবেষণাটি চালানো হয়।
- সূত্র: রয়টার্স