হিন্দুদের ওপর আক্রমণ বিচ্ছিন্ন ঘটনা নয়: ড. দেবপ্রিয় ভট্টাচার্য
দেশের বিভিন্ন অঞ্চলে চলমান সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাগুলো বিচ্ছিন্ন নয় বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
আজ বৃহস্পতিবার সকালে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, "এ ধরনের ঘটনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আন্দোলন এবং দেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপনের চেতনা বিরুদ্ধ।"
৭৫ পরবর্তী সময়ে সংবিধানের মৌলিক কাঠামোগত পরিবর্তন, রাজনীতিতে ধর্মীয় অপশক্তির সঙ্গে মীমাংসা ও প্রশ্রয় এবং সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে ধর্ম ব্যবহারের কারণে আজ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বর্তমান পরিস্থিতি সৃষ্টির জন্য তিনি সরকারের বিচারহীনতার সংস্কৃতিকেও দায়ী করেন।
ড. ভট্টাচার্য বলেন, "নির্বাচন পরবর্তী সাম্প্রদায়িক সহিংসতাকে সামনে আনার জন্য বর্তমান সরকার বিশেষ কমিশন গঠন করেছিল। সেই কমিশন প্রতিবেদন জমা দিলেও, সে অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।"
এছাড়া, নাসিরনগর বা রামুতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনা হয়নি বলে উল্লেখ করেন তিনি।
এসডিজির ১৬ নম্বর ধারার উল্লেখ করে ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকার এই সনদে ২০১৫ সালে সই করে। নাগরিক অধিকার ও মানবাধিকারের ভিত্তিতে এই সনদ অনুযায়ী সরকারের উচিত মানুষের নিরাপত্তা বিধান করা।
তিনি আরো বলেন, বৈশ্বিক উন্নয়ন কর্মসূচিতে কাউকে পেছনে রাখা যাবে না। ধর্মীয় সংখ্যালঘুদের কথা যদি আগে বিবেচনা করা নাও হয়ে থাকে, তবু এখন তাদের কথা বিবেচনা করতে হবে বলে তিনি মন্তব্য করেন।
দেশের নাগরিকরা বিপন্ন বোধ করলে শিক্ষা, স্বাস্থ্য, বিনিয়োগ বা ব্যবসা কোনো খাতের উন্নয়নই টেকসই ধারায় আগাবে না বলেও সতর্ক করেন তিনি।
এছাড়া, সাম্প্রদায়িক হামলার ঘটনায় আর্থিক ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং অসাম্প্রদায়িক ও প্রগতিশীল রাষ্ট্র গঠনে সরকারকে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) এই সম্মানীয় ফেলো।