হুমায়ূন আহমেদের চিত্রকর্ম চুরির অভিযোগে মামলা দায়ের করলেন শাওন
প্রয়াত লেখক, পরিচালক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের অঙ্কিত চিত্রকর্ম আত্মসাতের অভিযোগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে (সিএমএম) মামলা দায়ের করেছেন স্ত্রী মেহের আফরোজ শাওন।
মামলার প্রধান আসামী রুমা চৌধুরী ও তার স্বামী মঞ্জুরুল আজিম পলাশের বিরুদ্ধে হুমায়ূন আহমেদের ছবি চুরি যাওয়ার মিথ্যা দাবিসহ প্রতারণা, ছবি আত্মসাৎ ও বেআইনীভাবে প্রদর্শনীর অভিযোগ আনা হয়েছে।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের কাছে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন। মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার বিবরণ থেকে জানা যায় যে, ক্যানসার চিকিৎসা গ্রহণের জন্য ২০১২ সালে নিউইয়র্কে থাকাকালে হুমায়ূল আহমেদ বেশ কিছু ছবি আঁকেন। সে সময় নিউইয়র্কে অবস্থানকারী রুমা চৌধুরী এবং তার সাবেক স্বামী বিশ্বজিৎ সাহার সাথে হুমায়ূন আহমেদের ঘনিষ্ঠতা তৈরি হয়।
সেই সূত্রে, হুমায়ূন আহমেদ প্রদর্শনীতে উপস্থাপনের জন্য নিজের আঁকা ২৪টি ছবি রুমা এবং বিশ্বজিৎকে দেন। শর্ত অনুযায়ী, প্রদর্শনী শেষে ছবিগুলো ফেরত দেওয়ার কথা থাকলেও, তা ফেরত দিতে নানা ধরনের অজুহাত দেখাতে শুরু করেন তারা। এছাড়া, চারটি ছবি হারিয়ে গেছে বলেও জানানো হয়।
পরবর্তীতে, ২০১৩ সালে আসাদুজ্জামান নূরসহ বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিবর্গের হস্তক্ষেপে লেখকে পরিবার ২০টি ছবি ফেরত পান। মিরপুরে পল্লবীর বাসায় হুমায়ূন আহমেদের মা আয়শা ফয়েজের কাছে বিশ্বজিৎ সাহা ছবিগুলো ফেরত দেন।
২০১৫ সালে বিশ্বজিৎ সাহার সাথে বিচ্ছেদের পর দেশে ফিরে রুমা চৌধুরী কুমিল্লায় মঞ্জুরুল আলম পলাশের সাথে থাকতে শুরু করেন।
চলতি বছরের ৩১ মার্চ কুমিল্লায় পয়লা এপ্রিল থেকে দশ এপ্রিল পর্যন্ত আয়োজিত এক প্রদর্শনীতে হুমায়ূন আহমেদের একটি চিত্রকর্ম প্রদর্শিত হবে বলে ফেসবুকে জানান মঞ্জুরুল আলম পলাশ।
ফেসবুকে মঞ্জুরুলের প্রকাশিত ছবিগুলোর মধ্যে হুমায়ূন আহমেদের হারিয়ে যাওয়া চারটি ছবির একটি প্রকাশ করা হয় বলে মামলার বিবরণে জানান মেহের আফরোজ শাওন।
কুমিল্লায় ১০ দিনব্যাপী প্রদর্শিত 'বাংলাদেশ ভারতের ১০০ শিল্পীর আঁকা নির্বাচিত চিত্র প্রদর্শনী'তে ছবিটি প্রদর্শন করেন প্রদর্শনীর আয়োজক লিংক বাংলার কর্ণধার মঞ্জুরুল আজিম পলাশ।
চারটি ছবিই আত্মসাৎ করে হুমায়ূন আহমেদের পরিবারের সাথে প্রতারণা করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।
রুমা চৌধুরী বর্তমানে স্বামী মঞ্জুরুল আজিম পলাশের সাথে কুমিল্লায় থাকছেন। রুমার সাবেক স্বামী বিশ্বজিৎ সাহা যুক্তরাষ্ট্রে বাংলা বইয়ের পাইকারী সরবরাহকারী এবং নিউইয়র্ক বই মেলার আয়োজক।
বিশ্বজিৎ সাহা ছিলেন হুমায়ূন আহমেদের একজন ঘনিষ্ঠ সহযোগী। ২০১২ সালের ১৯ জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে নিউইয়র্কে মৃত্যুবরণ করেন হুমায়ূন আহমেদ।