হেফাজত নেতা মামুনুলকে সমর্থন করায় ছাত্রলীগ নেতা বহিষ্কার
ফেসবুক পোস্টের মাধ্যমে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে সমর্থন করায় এক ছাত্রলীগ নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্যের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।
বিবৃতিতে বলা হয়, "বাংলাদেশ ছাত্রলীগের নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় মো. ফয়েজ উদ্দিনকে (যুগ্ম সাধারণ সম্পাদক,বাংলাদেশ ছাত্রলীগ, সুনামগঞ্জ জেলা শাখা) বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।
জেলা ছাত্রলীগের কিছু নেতা জানিয়েছেন, নারায়ণগঞ্জের সোনারগাঁও রিসোর্ট থেকে হেফাজতের নেতা মামুনুল হক একজন নারীসহ আটকের পর ফয়েজ উদ্দিন এব্যাপারে একাধিক ফেসবুক পোস্ট দেন।
তার পোস্টে মামুনুল হকের সমর্থনে কথা বলেন তিনি। স্থানীয় ছাত্রলীগ নেতারা বিষয়টি সংঠনটির কেন্দ্রীয় কমিটিকে অবহিত করে।
তিনি নিজেই মামুনুলকে নিয়ে পোস্ট দিয়েছেন বলে নিশ্চিত করেছেন ফয়েজ। তবে বহিষ্কারের ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।