হেলেনার বাসায় বিপুল পরিমাণে মাদকদ্রব্য উদ্ধার
আওয়ামী লীগের উপকমিটির সদস্য পদ হারানো এফবিসিসিআই'র পরিচালক হেলেনা জাহাঙ্গীরের রাজধানীর গুলশানের বাসায় অভিযান চালিয়ে বিপুল মাদক উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। অভিযান শেষে তাকে আটক করা হবে বলে জানা গেছে।
হেলেনাকে আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য র্যাবের সদর দপ্তরে নেওয়া হবে। অভিযানে থাকা র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে গুলশানের ৫ নম্বর সড়কের ৩৬ নম্বর বাসায় অভিযান শুরু করে র্যাব।
সংবাদ লেখা পর্যন্ত তার বাসায় অভিযান চলছিল। বাড়িটি ঘিরে র্যাবের বিপুল সংখ্যক সদস্য অবস্থান নিয়েছেন।
এছাড়া বাড়িটির ভেতরে প্রবেশ করে তল্লাশী করছেন র্যাব সদস্যরা। এর আগে, রাত সাড়ে নয়টার দিকে এলিট ফোর্স র্যাবের নারী সদস্যরা ভেতরে প্রবেশ করেন।
র্যাব সূত্র জানায়, অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ অবৈধ জিনিস উদ্ধার করা হয়েছে। কোথা থেকে এই মাদক আসলো সেসব বিষয় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এজন্য তাকে র্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হবে বলে জানান তারা।