হোম কোয়ারেন্টিনে থাকাদের বাড়িতে খাবার পৌঁছাল সেনাবাহিনী
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে হোম কোয়ারেন্টিনে থাকা লোকজনদের ঘরের বাইরে না যেতে উদ্ধুদ্ধ করেছে সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের সদস্যরা।
বৃহস্পতিবার তারা হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তি-পরিবারকে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করেন।
সকালের দিকে রাঙামাটি রিজিয়নের জিটুআইসি মেজর মহিউদ্দীন ফারুকীর নেতৃত্বে শহরের চম্পকনগরসহ বিভিন্ন স্থানে হোম কোয়ারেন্টিনে থাকা ১১২ জনকে তাদের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রীর বক্স ও মাস্ক বিতরণ করা হয়।
এ ছাড়া করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে দুই হাজার মাস্ক বিতরণ ও শহরের বিভিন্ন স্থানে বেসিন স্থাপন করে জীবানুনাশক হ্যান্ড ওয়াশের ব্যবস্থা করেছে সেনাবাহিনী।